ঢাকা,  সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সর্বশেষ

ACCF Bank Ltd
RAK Ceramic Ltd PSI Information

পূষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করল ‘হৃদয়ে ৭১’

ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত অমর একুশে স্মরণে শহীদদের পূণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় ‘হৃদয়ে ৭১’। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের সম্মিলিত মঞ্চ ‘হৃদয়ে ৭১’ পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায়। মায়ের ভাষাকে আক্রমন ও অবজ্ঞার বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সমগ্র বাঙ্গালী জাতি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের এই দিনে বরকত, সালাম, রফিক, শফিক, জব্বারসহ অনেক নাম না জানা শহীদ সরকারের বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত ঢেলে দেন।

চীনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা ‍দিবস পালিত

চীনের কুনমিং এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বন্ধুদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা ‍দিবস ২০২৫ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কনসাল জেনারেল মো. খালেদ কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কনস্যুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করেন। কনসাল জেনারেল ও কনস্যুলেট পরিবারের সদ্যসরা কনস্যুলেট প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ফাইনাল খেলায় কলাউজানকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ

ফাইনাল খেলায় কলাউজানকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব -২০২৫ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কলাউজান ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন : টাঙ্গাইলে গণসংবর্ধনায় নজরুল ইসলাম খান

জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন : টাঙ্গাইলে গণসংবর্ধনায় নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল- জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১ দফায় ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আজ যারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছেন। দেশের মানুষের স্বার্থে- জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‌‌‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের (ইঞ্জি.) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হলো ৮ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

৭৪টি ডিজিটাল প্রচারণাকে ২৪টি ক্যাটেগরিতে পুরস্কৃত করার মাধ্যমে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৮ম সংস্করণ। এই আয়োজনটির পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রায় ৫০০ জন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের উপস্থিতিতে একটি গালা আয়োজনের মাধ্যমে বিজয়ী ক্যাম্পেইন বা প্রচারণা গুলোকে পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশে ডিজিটাল প্রচারণা নিয়ে প্রচলিত একমাত্র সম্মাননা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড।