
ছবি : সংগৃহীত
অনলাইন নিউজ পোর্টাল সিটিপোষ্ট২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার মো. তানজিমুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
এরপর থেকে একটি গ্রুপ তাকে নিয়মিত অনুসরণ করছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৫) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক তানজিম পেশাগত দায়িত্বের অংশ হিসাবে অন্যায়, অবিচার, সন্ত্রাস, অর্থনৈতিক বৈষম্য, এবং বিভিন্ন খাতে আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছেন।
এ কারণে প্রভাবশালী নানা মহলের প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। বহুবার সন্ত্রাসীদের দ্বারা হুমকিধমকি ও হামলার শিকার হয়েছেন। সম্প্রতি তার ' লেখক, প্রকাশক-ব্লগার হত্যা: বিচারের বাণী নিভৃতে কাঁদে' শীর্ষক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে কে বা কারা একটি নাম্বার (+4049) থেকে তারিখ:০৬-১২-২০২৩ সকাল ৮.২৩ ঘটিকায় হত্যার হুমকি দেন।
তারপর থেকে তিনি যেখানে যাচ্ছেন, কে বা কারা নিয়মিত তাকে অনুসরণ করছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তানজিম। কারণ মোবাইলে কলকারী ব্যক্তিটি স্পষ্টভাবে প্রাণ নাশের হুমকির কথা জানিয়েছিল তিনি জিডিতে উল্লেখ করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক তানজিমুর রহমান জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝেমধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারণ একটি গ্রুপ আমাকে প্রতিনিয়ত অনুসরণ করছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা ও খিলগাঁও থানার এসআই আলমগীর হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া বলেন, এ ঘটনায় সাংবাদিক তানজিমুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেসেঞ্জার/সজিব