ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব রেজওয়ানুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই দিন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার যুগ্মসচিব মো. শাহরিয়াজকে দুদকে মহাপরিচালক (ডিজি) পদে বদলি করা হয়েছে। তবে, তাকে এখনও পদায়ন করা হয়নি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের মহাপরিচালক (প্রশাসন) পদে কাকে পদায়ন করা হবে তা নিয়ে চিন্তা-ভাবনা করছে কমিশন।
জানা গেছে, মহাপরিচালক (প্রশাসন) হিসেবে মহাপরিচালক (তদন্ত - ২) ও অভিযোগ যাচাই-বাছাই কমিটির (যাবাক) আহ্বায়ক ডিজি মো. জাকির হোসেনকে পদায়ন করা হতে পারে। সেই হিসেবে যাবাকের ডিজির পদ খালি হচ্ছে। অথবা তাকে প্রশাসন ও যাবাকের ডিজি হিসেবেও পদায়ন করা হতে পারে। আর মো. শাহরিয়াজকে মহাপরিচালক (তদন্ত - ২) হিসেবে পদায়ন করা হতে পারে। অথবা মো. শাহরিয়াজকেই ডিজি প্রশাসন পদে পদায়ন করা হতে পারে। সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের যাবাকের আহ্বায়ক পদ খুবই গুরুত্বপূর্ণ। দুদকে আসা সব অভিযোগ যাচাই-বাছাই করে এই কমিটি। তিন সদস্যবিশিষ্ট এই কমিটিতে একজন ডিজির অধীনে একজন পরিচালক (ডিরেক্টর) ও একজন উপপরিচালক (ডিডি) কাজ করেন। এখানে অভিজ্ঞ এবং পক্ষপাতমুক্ত কর্মকর্তাকে পদায়ন করা প্রয়োজন।
মেসেঞ্জার/নজরুল/শাহেদ