ছবি : সৌজন্য
নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছে। এ বছর নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী আয়োজন “মোরা আকাশের মত বাধাহীন” এর অংশ হিসেবে ১৮ - ১৯ ফাল্গুন ১৪৩০/২ - ৩ মার্চ ২০২৪ পিএইচএ ভবন, গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার এ ২ দিনব্যাপী ‘বীরাঙ্গনা সম্মিলন’ শুরু হয়েছে। সম্মিলনে নারীপক্ষ’র সাথে যুক্ত মোট ১৩ টি জেলা থেকে প্রায় ৬০ জন বীরাঙ্গনা বোন অংশগ্রহণ করেন। গতকাল ১৯ ফাল্গুন ১৪৩০/৩ মার্চ ২০২৪, রবিবার বীরাঙ্গনা সম্মেলনের দ্বিতীয় দিন সকালে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে বীরাঙ্গনা বোনদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বীরাঙ্গনা বোনেরা সকাল ১১টায় মেট্রো রেল ভ্রমণের উদ্দেশ্যে বের হন। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে উঠে মতিঝিল স্টেশনে যেয়ে আবার উক্তরা উত্তর স্টেশনে ফেরত আসেন। ফেরার পথে জাতীয় স্মৃতি সৌধ সাভারে নেমে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ফিরে আসেন। এর মধ্যে
দিয়ে সম্মিলনের সমাপ্তি হয়। আমাদের আশা যে, এই সম্মেলনের ফলে বীরাঙ্গনা বোনদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ও সংহতি তৈরী হবে এবং দীর্ঘকাল উপেক্ষিত বীরাঙ্গনা নারীর স্বর জাতীয় পর্যায়ে ধ্বনিত হবে। উল্লেখ্য যে, ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীর মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১১ সাল থেকে নারীপক্ষ বন্ধু ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় “৭১ এর যে নারীদের ভুলেছি” কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার মোট ৯৪ জন বীরাঙ্গনাকে মাসিক আর্থিক সহায়তাসহ তাঁদের চিকিৎসা সেবা ও প্রয়োজন অনুযায়ী গৃহায়নে সহযোগিতা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের তথ্য আপনার বহুল প্রচারিত পত্রিকা প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও আপনার সহযোগিতা পাব বলে আশা করি।
মেসেঞ্জার/মুমু