ছবি : মেসেঞ্জার
রাজধানীর মিরপুরের ভাষানটেকে কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. লিটন (৫২)।
জানা গেছে, মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে লিটন আজ মারা যান। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এছাড়া লামিয়া ৫৫ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজনের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ এপ্রিল) ভোর রাতের দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মেসেঞ্জার/ফামিমা