ঢাকা,  শনিবার
২৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্ররা গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:১৭, ১৯ মে ২০২৪

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্ররা গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ।

রোববার (১৯ মে) ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। তবে এতে গুরুতর আহত হননি কেউ। শিক্ষার্থীরা নিজেরা একটা চার্টার্ড ফ্লাইট ঠিক করেছেন। সেটাতে তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের গভীর উদ্বেগ আমরা কিরগিজস্তানকে জানিয়েছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলেছি।

স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) রাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর শুরু হয় স্থানীয়দের হামলা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিশকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়। হামলার শিকার হয়েছেন সেখানে বসবাস করা বাংলাদেশি শ্রমিকরাও।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad