ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সারাদেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তারেক মহিউদ্দিন, ঢাকা

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ জুন ২০২৪

আপডেট: ১৯:৪৬, ২৩ জুন ২০২৪

সারাদেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : মেসেঞ্জার

আড়ম্বরপূর্ণ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
এসব কর্মসূচির মধ্যে আছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও আলোচনা সভা ইত্যাদি।

রোববার (২৩ জুন) দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মসূচির আয়োজন করেন দলের নেতা-কর্মীরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী- 

রাজশাহী
রাজশাহীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জুন) রাজশাহী জেলা ও মহানগর  আওয়ামী লীগ এবং জেলা ও মহানগর যুবলীগ নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রবিবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

অপরদিকে সকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের 'স্বাধীনতা চত্বরে' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।  এরপর সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া রাজশাহী জেলা ও মহানগর যুবলীগ পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা আয়োজন করে। 

বগুড়া 
বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে রোববার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তি) পালিত হয়েছে। সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা কর্মীরা। বৃষ্টি কারনে বেলা ১২ টায় এক জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।

এর পর শহরের সাতমাথার মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা আওয়ামীলীগের সভাপতি বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু।

চাঁপাইনবাবগঞ্জ 
চাঁপাইনবাবগঞ্জে দিনভর নানান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। পরে নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য জারা জাবীন মাহবুবসহ অনান্যরা।
পরে নেতাকর্মীদের অংশগ্রহনে শহরে বিশাল শোভাযাত্রা বের হয়ে, বিভিন্ন সড়ক ঘুরে আবারো অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ফরিদপুর
ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রোববার (২৩ জুন) শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এছাড়া ও ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

পরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করে দিনের কর্মসূচি শুরু হয়।

বরগুনা
নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরগুনায় পালিত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল ৯টায় বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বরগুনা জেলা আওয়ামী লীগের আয়োজনে ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভুর সভাপতিত্বে বরগুনা সিদ্দিক স্মৃতিমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

পটুয়াখালী 
পটুয়াখালীতে আওয়ামী লীগের  ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালীর সদর রোডস্ত আওয়ামী লীগ অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে স্মরণ করে জেলা আওয়ামী লীগ। 

পরে বর্নাঢ্য একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি শহরের র‍্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও মাগরিব নামাজ বাদ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

নীলফামারী
নীলফামারীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন হয়েছে। সকালে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান বক্তব্য দেন।

জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মেহেরপুর
মেহেরপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর শহর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মাগুরা
মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে নোমানী ময়দান শহীদ বেদিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শুরু হয় হাতি, ঘোড়া, পালকি, ঢাক-ঢোলসহ নেচে গেয়ে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে ঢাকা রোড ভায়না মোড় হয়ে আবার নোমানী ময়দান এসে শেষ হয়।  

পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান রানা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্গজ কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

খাগড়াছড়ি
খাগড়াছড়িতে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  

র‌্যালি শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলের সামনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা
নেত্রকোনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে সকালে পৌর শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী  লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।

সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খশরু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান লিটন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সজল সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সোনাইমুড়ী (নোয়াখালী) 
নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক ও প্লাটিনাম জয়ন্তী পালিত হয়। এদিন বেলা ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় এ শোভাযাত্রা। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। 

দৌলতপুর (কুষ্টিয়া) 
বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। 
রোববার (২৩ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ আলহাজ্ব কামারুল আরেফিন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি  বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। 

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশটি উন্নত দেশে পরিণত হচ্ছে। এসময়, ২০০১-০৬ সালে বিএনপি জোটের হত্যা,গুম ও নির্যাতনের কথা তুলে ধরেন বক্তারা। 

পাইকগাছা (খুলনা)
খুলনার  পাইকগাছায় র‍্যালি,কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার  সকালে র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।সভায় উপস্থিত ছিলেন। 

 

মেসেঞ্জার/শাহেদ