ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

প্রকাশিত: ১৮:৩৯, ১৮ জুলাই ২০২৪

বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের ওয়েবসাইটে (bsl.org.bd) প্রবেশ করে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘Hacked by The Resistance।’

সেখানে আরও লেখা রয়েছে, ‘এটি এখন আর কোনো প্রতিবাদের আন্দোলন নয়, এটি যুদ্ধ।’  

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওয়েবসাইটটি এই অবস্থায় ছিল। বার্তাগুলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে আলাদাভাবে সম্বোধন করা হয়।

এদিকে, আজ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনরতদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই আলোচনায় আন্দোলনকারীরা আগ্রহী কিনা তা নিশ্চিত করেননি।  

মেসেঞ্জার/শাহেদ