ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে দেওয়া আগুন ছড়িয়ে পড়েছে। এতে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনটির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ৩ টার দিকে বিটিভির ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ইউনিট রওনা দিলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে ঘটনাস্থলে এ প্রতিবেদন লেখা অবধি ফায়ার ইউনিট পৌঁছাতে পারেনি। সেখানে এখনো অবস্থান করছে হাজার হাজার মানুষ।
এদিকে আগুন নেভাতে দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে বিটিভি বলেছে, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’
মেসেঞ্জার/শাহেদ