ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:০২, ২৬ জুলাই ২০২৪

মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা বিকৃত করা হয়েছে, শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনও আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে বলে জানান তিনি।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad