ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:০০, ১৪ আগস্ট ২০২৪

প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাব্বীর আহমদ।

মঙ্গলবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শাব্বীর আহমদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৫ম গ্রেড ও এতদসংশ্লিষ্ট সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

মেসেঞ্জার/দিশা