ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে: উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৪

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে: উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা কোম্পানি পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা তাদের স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাব। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা কোম্পানি পুর্নগঠন সংস্কার করা হচ্ছে।

নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad