ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে: ড. ইউনূস

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে: ড. ইউনূস

ফাইল ছবি।

শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে বলে পরামর্শ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

এ সময়, সবসময় সরকারের ওপর ভরসা না করে নিজের টাকায় ব্যবসা করার পরামর্শও দেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যতদিন আছি, ততদিন আপনাদের সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাব। সবসময় সরকারের ওপর ভরসা করবেন না। নিজের টাকায় ব্যবসা হবে। কিন্তু মুনাফা থাকবে না। মেকিং মানি ইজ হ্যাপিনেস। বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ মাচ মোর হ্যাপিনেস।’

মধ্যম আয়ের দেশ হয়ে গেলে, অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। তবে সেই দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এটা জেনেই রাস্তায় নেমেছিল যে, নাও ফিরতে পারে বাড়িতে। প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করে গেছে।’

তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তারা এ সুযোগ না করে দিলে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে এগিয়ে যেতে হবে।’

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad