ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রমিক অসন্তোষে যারা উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: আসিফ মাহমুদ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৪

শ্রমিক অসন্তোষে যারা উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র যেমন আছে তেমন তাদের কিছু ন্যায্য দাবিও আছে। তবে যারা উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র যেমন আছে তেমন তাদের কিছু ন্যায্য দাবিও আছে। তবে যারা উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শ্রমিক অসন্তোষে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শ্রম আইন নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে শ্রমিকদের অভিযোগ শুনে শ্রম অসন্তোষ নিরসন করা হবে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad