ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
জানা গেছে, ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট ১৯টি ট্রলার ডুবে গেছে। অনেকে ট্রলারডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কূলে উঠেছেন। এখনো অনেকে নিখোঁজ আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ১৪টি ট্রলারডুবির খবর আছে। বিভিন্ন ঘাট থেকে লোকজন মোবাইল ফোনে ট্রলারডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। এছাড়াও নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা উদ্ধার অভিযান অব্যাহত রাখছে। তবে বৈরী আবহাওয়া হওয়ায় উদ্ধার তৎপরতা সেভাবে করা যাচ্ছে না।
মেসেঞ্জার/দিশা