ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়: পরিবেশ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়: পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বন উপদেষ্টা বলেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা জীবিকা উন্নয়ন জরুরি। একই সঙ্গে গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার।

তিনি আরও বলেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ শীতল করে।

বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মেসেঞ্জার/ফামিমা