ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে ৪৯ ঘণ্টা পর সব রুটে ফের বাস চলাচল শুরু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:২৪, ২ অক্টোবর ২০২৪

ফরিদপুরে ৪৯ ঘণ্টা পর সব রুটে ফের বাস চলাচল শুরু

ছবি : সংগৃহীত

ফরিদপুরে ৪৯ ঘণ্টা পর সব রুটে ফের বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৭টা থেকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস ছেড়ে গেছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার (১ অক্টোবর) শুধু ফরিদপুর-ঢাকা পথে বাস চলাচল করে।

সোমবার দুপুরে জেলার নগরকান্দা উপজেলায় বাস শ্রমিকদের হাতে এক সিএনজিচালিত অটোরিকশা চালক মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। এর প্রতিবাদে সিএনজি-মাহেন্দ্র চালকরা তিনটি বাসে ভাঙচুর করেন। এ প্রেক্ষাপটে ওইদিন বিকেল ৫টা থেকে মহাসড়কে তিনচাকা বিশিষ্ট যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট শুরু করে ফরিদপুরের পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার সম্মেলন কক্ষে এ সংকট নিরসনে পরিবহন, মালিক, শ্রমিক, সিএনজি ও মাহেন্দ্র চালক সমিতির একটি সভা হয়। ওই সভায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়।

 

মেসেঞ্জার/দিশা