ছবি: সংগৃহীত
সিন্ডিকেটের মাধ্যমে নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি খোলা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, নানা জটিলতার কারণে প্রায় ১৮ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি। তাবে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেবে দেশটি। তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে।
মেসেঞ্জার/ফামিমা