ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:০৩, ৬ অক্টোবর ২০২৪

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, নিরাপদে আপনারা দুর্গাপূজা উদযাপন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ অক্টোবর) রমনা কালী মন্দির পরিদর্শন শেষে এমন নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন্দিন ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দির কমিটির নিজেদের পক্ষ থেকেও সজাগ থাকতে হবে। গভীর রাতে ভলান্টিয়ার উধাও হয়ে যাবে এমন হওয়া চলবে না।

এ সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে ৮ দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো বাধা ছাড়াই সবাই দুর্গোৎসবে মেতে উঠতে পারবেন। আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হবে।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad