ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বন্যাদুর্গতদের মাঝে ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের ত্রাণ বিতরণ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:০৩, ৬ অক্টোবর ২০২৪

বন্যাদুর্গতদের মাঝে ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের ত্রাণ বিতরণ

ছবি : সৌজন্য

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০ এরও বেশি পরিবারের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রেড ক্রিসেন্ট ও ইউএই এইড। বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসের অধীনস্থ ইউএই এইড অফিস থেকে এই ত্রাণ কার্যক্রমটি সমন্বয় করা হচ্ছে।

এই উদ্যোগের আওতায়, প্রতিটি পরিবার ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং প্রয়োজনীয় মসলার প্যাকেটসহ মোট ৭১ কেজি ওজনের ত্রাণ প্যাকেজ পেয়েছে। এই প্যাকেজটি বন্যাদুর্গত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় জনগণ ইউএই রেড ক্রিসেন্ট ও ইউএই এইডের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউএই’র প্রতিনিধিরা বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন তুলে ধরেন এবং বিশ্বের সুবিধাবঞ্চিত জনগণের সহায়তায় ইউএই’র প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেন।

মেসেঞ্জার/সজিব

×
Nagad