ঢাকা,  বুধবার
০৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ব্যাংক হিসাব তলব

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:৫৭, ৮ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ব্যাংক হিসাব তলব

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

লেনদেন তলব করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা