ছবি: সংগৃহীত
অক্টোবর মাসের মাঝামাঝিতেই বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমে এমন তথ্য জানান।
তিনি বলেন, কাজীপাড়া স্টেশনটি সীমিত পরিসরে চালু হয়েছে। মিরপুর ১০ নম্বর স্টেশন চালুর কাজও শেষের দিকে। ১০ অক্টোবর প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু হতে পারে। আর এ মাসেই পুরোদমে স্টেশনটি চালু হতে পারে বলে জানান তিনি।
মেসেঞ্জার/ফামিমা