ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫৫, ১১ অক্টোবর ২০২৪

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশি জেলেরা

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছেন বাংলদেশি জেলেরা। তাদের ছয়টি ট্রলারের সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী।

নিহত ব্যক্তির মরদেহসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন আরো দুজন।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

আদনান জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

মেসেঞ্জার/আজিজ