ছবি: সংগৃহীত
বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। রোববার সকাল ১০টায় হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোয়া বেরুতে থাকে। ধোয়ার তীব্রতা হাসপাতাল ভবনের পুরো ৫ তলা আচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষণিক সেখানে থাকা প্রায় ৫শ’ রোগী বাইরে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোয়া বেরুনো বন্ধ হয়নি। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে।
রুগীদের হাসপাতালের পুরোনো ভবনে স্থানান্তরের কাজ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে।
মেসেঞ্জার/দিশা