ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ অক্টোবর ২০২৪

ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের দেখতে যান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তারা ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন চিকিৎসার খোঁজখবর নেন। সময় আর্থিক সহযোগিতা বাবদ প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন দুই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে নিরস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। দ্রুতই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

মেসেঞ্জার/ফামিমা