ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:১৬, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১৯, ১৩ অক্টোবর ২০২৪

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উস্কানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আহতদের অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই শহীদ ও আহতদের তালিকা দলীয়ভাবে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো কাজ একেবারে অনুচিত। যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা দেশের বীর সন্তান। কোনো ব্যানারে, কোনো গোষ্ঠীর নামে সংকুচিত করা উচিত নয়। যাঁরা এই কাজটা করছেন, তাঁদের আমরা নিরুৎসাহিত করছি। এখানে বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিই। কোনো রাজনৈতিক স্বার্থে যেন তাঁদের ব্যবহার না করি, এই অনুরোধ থাকবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পুরোনো বার্ন ইউনিটে ভর্তি থাকা ৩০ জনকে ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/ফামিমা