ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

যানজট নিরসনে বনানী-কাকলী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:৩৩, ১৭ অক্টোবর ২০২৪

যানজট নিরসনে বনানী-কাকলী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এখন থেকে গুলশান-২, বনানী-১ হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে বরাবর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে গুলশান, বনানী, বারিধারা, কাকলীসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারী নাগরিকদের বিবেচনাপূর্বক ইউটার্ন ব্যবহার করে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ট্রাফিক গুলশান বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, গুলশান ট্রাফিক বিভাগের সড়কের যানজট নিরসনের উদ্দেশ্যে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করা হয়েছে। এখন থেকে গুলশান-২, বনানী-১ হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে। 

এছাড়া, গুলশান-২ থেকে বনানীর-২৭ নাম্বার রোড (বনানী কবরস্থান রোড) হয়ে এয়ারপোর্ট রোডের বাম দিকে টার্ন করে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে এয়ারপোর্টের দিকে যাওয়া যাবে। 

মেসেঞ্জার/দিশা