ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০৩, ১৭ অক্টোবর ২০২৪

জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা শেরপুর আসনের সাবেক এমপি বেগম মতিয়া চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে (আজাদ মসজিদ) জানাজার নামাজ শেষে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী বলেন, সকালে বাসার সামনে প্রথম জানাজা শেষে দুপুরে আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষ হয়। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মেসেঞ্জার/ফামিমা