ঢাকা,  রোববার
২০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

পলাতক পুলিশ সদস্যরা এখন ’সন্ত্রাসী’: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৫৬, ১৯ অক্টোবর ২০২৪

পলাতক পুলিশ সদস্যরা এখন ’সন্ত্রাসী’: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা এখন ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রে সে আইন প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক নিরীহ মানুষ আসামি হয়েছে। আসামি করে বাণিজ্যর ঘটনাও ঘটেছে বলে পত্রিকায় এসেছে। এসব সমস্যা করছে।

মেসেঞ্জার/ফামিমা