ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিডিআর বিদ্রোহ নয়, হত্যাকাণ্ড: হাসনাত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৫৪, ২২ অক্টোবর ২০২৪

বিডিআর বিদ্রোহ নয়, হত্যাকাণ্ড: হাসনাত

ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহ নয়, এটি হলো বিডিআর হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে এই দাবি জানান তিনি।

পোস্টে হাসনাত উল্লেখ করেছেন, ‘এটা বিডিআর বিদ্রোহ নয়; এটি হলো বিডিআর হত্যাকাণ্ড।

এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‌‘এই হত্যাকাণ্ডের বিচার সবার আগে প্রয়োজন। যত দ্রুত সম্ভব।

২০০৯ সালের ২৫ ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়।

বিডিআরের দরবার হল থেকে শুরু হয়ে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে এই বিদ্রোহ শেষ হয় পরদিন। পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।

মেসেঞ্জার/ফামিমা