ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বঙ্গভবন মোড়ে ছাত্র-জনতা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২০, ২২ অক্টোবর ২০২৪

বঙ্গভবন মোড়ে ছাত্র-জনতা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ সেনাবাহিনীর এপিসি জলকামান।

জানা গেছে, বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ বক্তব্য দিচ্ছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির ব্যানারে আসা সাধারণ মানুষ। প্রায় অর্ধশতাধিক মানুষকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যায় তারা।

ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী সাংবাদিকদের বলেন, আমরা সতর্ক রয়েছি। দুই তিনটা ব্যানার নিয়ে এখানে কিছু বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছেন। তাদের বাধা দেওয়া হয়নি তবে আমরা সতর্ক রয়েছি যেন কিছু না ঘটে।

মেসেঞ্জার/ফামিমা