ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

৩০ নভেম্বরের পর হজের নিবন্ধন আর বাড়বে না: ধর্ম উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:৪২, ৩০ অক্টোবর ২০২৪

৩০ নভেম্বরের পর হজের নিবন্ধন আর বাড়বে না: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

৩০ নভেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন।

আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দুটি প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা প্যাকেজ দুইটির ঘোষণা দেন।

সরকারিভাবে এবার হজের খরচ ধরা হয়েছে লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজটির খরচ ধরা হয়েছে লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এছাড়া বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকে নিয়ত করলেও নিবন্ধন করেননি। এবার দ্রুত করে ফেলুন।

মেসেঞ্জার/ফামিমা