ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আবু সাঈদের নামে ফাউন্ডেশন দাবি পরিবারের

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:০০, ৫ নভেম্বর ২০২৪

আবু সাঈদের নামে ফাউন্ডেশন দাবি পরিবারের

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে সাঈদের পরিবার।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা কামনা করে আবু সাঈদের পরিবার।

সময়শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনপ্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার। সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তখন উপদেষ্টা নাহিদ ইসলামশহীদ আবু সাঈদ ফাউন্ডেশনপ্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মেসেঞ্জার/ফামিমা