ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘আমাদের সংস্কারগুলো পরবর্তী সরকারকেও অব্যাহত রাখতে হবে’

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৭:৪১, ৬ নভেম্বর ২০২৪

‘আমাদের সংস্কারগুলো পরবর্তী সরকারকেও অব্যাহত রাখতে হবে’

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা একটি প্রতিকূল মুহূর্তে দায়িত্ব নিয়েছি। যা অন্য সময়ের চেয়ে অনেক ভিন্ন। সাড়ে তিন মাস ধরে দায়িত্বে আছি। এটি কম সময় নয়, আবার বেশি সময়ও নয়। তবে আমরা যেসব সংস্কার কাজগুলো করছি সেটি পরবর্তী সরকারকেও ধারাবাহিকভাবে করে যেতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা এমন একটি সময় দায়িত্ব নিয়েছি যা অন্য সময়ের চেয়ে ভিন্ন। অনেক ভাঙাচোরা গর্ত প্রতিবন্ধকতা রয়েছে। তবে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করব। আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা দ্রুততার সঙ্গেই কাজ করতে চাইছি। এমন নয় যে, ৫-৬ মাসে সব করে ফেলব আবার ৫-১০ বছর ধরে বসে থাকব। এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার আসবে। তবে আমরা যেটি করছি তা মানুষের ভালোর জন্যই করছি। আমরা যে সংস্কারগুলো করছি তা যেন চলে যাওয়ার পর পরবর্তী সরকার এসবের ধারাবাহিকতা অব্যাহত রাখে। এজন্য আমরা চেষ্টা করছি মানুষকে বোঝাতে।

উপদেষ্টা আরও বলেন, গ্রামের মেঠো পথ যেমন হাঁটতে হাঁটতে বড় হয়, তেমনি এখন আমরা মেঠো পথে রয়েছি। আস্তে আস্তে হেঁটে হাইওয়ের দিকে যাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন সাধারণ সম্পাদক আবুল কা‌শেম। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদ এর ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ এবং নগদের প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।

মেসেঞ্জার/দিশা