ঢাকা,  বুধবার
১৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রমিকদের বকেয়া পরিশোধ সরকারের কাজ নয়: উপদেষ্টা আসিফ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:১৫, ১০ নভেম্বর ২০২৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ সরকারের কাজ নয়: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে। বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। এরপরও যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদেরকে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়।

আসিফ মাহমুদ বলেন, খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে। তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ কমাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে যেটা শ্রম মন্ত্রণালয়ের কাজ নয়, সেটিও করা হচ্ছে। আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করব না। আসিফ মাহমুদ বলেন, আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সভায় বাংলাদেশকে অপদস্থ হতে হয়েছে। এবার সেটা ঘটেনি। এবার আইএলওর কাছে বাংলাদেশের অবস্থান ছিল ইতিবাচক এবং প্রশংসনীয়। ২০১৪ সালে দেশের কারখানার কাজের গতি তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, ‘আগামী ১০ বছরে আমরা আরও তিন গুণ পোশাক কারখানার ব্যপ্তি বাড়াবো।

মেসেঞ্জার/ফামিমা