অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) এই নির্দেশ জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও তিনজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্তির ঘোষণা দেওয়া হয়।
একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
অপর এক নোটিশে বলা হয়, একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন এসপিকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
এই পুনঃপদায়নের লক্ষ্য অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সাংগঠনিক চাহিদা পূরণ করা।
মেসেঞ্জার/ইএইচএম