ঢাকা,  সোমবার
২৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ২৯ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১০:৩৩, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৫, ২৫ নভেম্বর ২০২৪

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ২৯ জন ঢামেকে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে এই সংঘর্ষের ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে ছাত্রলীগের কর্মীদের প্রবেশের সূত্রে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই বিষয় বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার। তিনি বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। এ বিষয় বিস্তারিত কিছু বলতে পারেননি। এদিকে এই সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

আহতরা হলেন- ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (২৫), তপু (২০), মেহেদি (২১) ও প্রার্থ (২৮)।

মেসেঞ্জার/ইএইচএম