আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হবে। এ নিয়ে বাকি যাঁরা কথা বলছেন, সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তাঁর দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তাঁর পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যাঁরা বলেছেন, তা নিজেদের মতামত।
নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের আলোচনার মধ্যে গত মঙ্গলবার যুক্তরাজ্য সফরে থাকা নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে।
প্রেস বিফ্রিংয়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে করা প্রশ্নে এমন বক্তব্য আসে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসময় উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/ইএইচএম