ঢাকা,  মঙ্গলবার
২৬ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীরা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৭, ২৬ নভেম্বর ২০২৪

ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীরা

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাকে গ্রেপ্তারের খবরে শাহবাগে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা।

রাজধানীর শাহবাগ মোড়ে রাত ৮ টার দিকে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হলে একদল লোক তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন তারা। হামলায় সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তাদের অভিযোগ। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসে। সেখানে তারা চিন্ময়ের মুক্তি দাবি ও হামলার বিচার দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী ও চিন্ময়ের মুক্তির দাবিতে আন্দোলনের নেতৃত্ব থাকা সৈারভ দাস বলেন, ‘চিন্ময় দাসকে কেন ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তা জানতে আমরা ডিবি কার্যালয়ে গেলে, সেখানে আমাদের কোনো কারণ জানানো হয়নি। পরে আমরা শাহবাগে অবস্থান করলে একদল লোক এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা চিন্ময় দাসের মুক্তি, হামলার নিন্দা জানাচ্ছি। চিন্ময় দাসকে মুক্তি না দিলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।’

মেসেঞ্জার/ইএইচএম