ঢাকা,  শুক্রবার
২৯ নভেম্বর ২০২৪

The Daily Messenger

‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড নয় সরকারের সঙ্গে আলোচনা করুন’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫, ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:৪৬, ২৯ নভেম্বর ২০২৪

‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড নয় সরকারের সঙ্গে আলোচনা করুন’

জাতীয় স্বার্থের ক্ষতি করতে পারে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শিক্ষার্থীসহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিসেস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিরোধ নিষ্পত্তিতে আলোচনার ওপর জোর দেন রিজওয়ানা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার আলোচনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘ছোটখাটো সমস্যায় এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

রাস্তায় বিক্ষোভ করার আগে সরকারের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। ধ্বংসাত্মক কাজে জড়িত না হয়ে কর্তৃপক্ষের কাছে তাদের বক্তব্য উপস্থাপন বা সংবাদ সম্মেলনের মতো যথাযথ চ্যানেল ব্যবহার করতে পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়ে সমাজের একাংশের মধ্যে উত্তেজনার কথা স্বীকার করেন।

তিনি জানান, ওই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও মামলা হবে বলে ইঙ্গিত দেন তিনি। অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। দায়ীরা যাতে রেহাই না পায় তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করতে জনগণ, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন মাহফুজ।

উপদেষ্টা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে একটি সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মাহফুজ প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের মধ্যে আলোচনার হালনাগাদ তথ্য তুলে ধরেন। উভয় দলই দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছে।

ড. ইউনূস সাম্প্রদায়িক অস্থিরতা, চরমপন্থা ও সহিংসতা মোকাবিলায় তাদের সহযোগিতা কামনা করেন বলে জানান মাহফুজ। রাজনৈতিক দলের প্রতিনিধিরা গঠনমূলক প্রস্তাব দেন এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় সরকারকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। মাহফুজ বলেন, 'সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সব অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।’ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

 

মেসেঞ্জার/ইএইচএম