ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রধান উপদেষ্টাকে অ্যান্টি প্রোপাগান্ডা সেল গঠনের পরামর্শ ছাত্রনেতাদের

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:১২, ৩ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টাকে অ্যান্টি প্রোপাগান্ডা সেল গঠনের পরামর্শ ছাত্রনেতাদের

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এন্টি প্রোপাগান্ডা সেল গঠনের পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।চলমান পরিস্থিতির মধ্যে জাতীয় ঐক্য গঠনে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাম্প্রতিক উত্তেজনা, বাংলাদেশ-ভারতের সম্পর্ক, সাম্প্রদায়িক ইস্যু, দ্রব্যমূল্যের ঊধ্র্বগতি ইত্যাদি নিয়ে ছাত্রনেতাদের সঙ্গে সংলাপে বসেন ড. ইউনূস

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের পরামর্শ নোট নিয়েছেন।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বিশ্বের দরবারে ভালো করে প্রচার করা যায় সেটাও বলেছি। কারণ, বিশ্ব মিডিয়াতে অনেক অপপ্রচার চলছে। এজন্য এন্টি প্রোপাগান্ডা সেল গঠনের বিষয়ে কথা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে পৃথক সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হওয়ার কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। আর আগামীকাল বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার, তবে সময়টি এখনো ঠিক হয়নি।

তিনি আরও বলেন, 'এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।

মেসেঞ্জার/জেআরটি