ঢাকা,  বৃহস্পতিবার
০৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রিয় পে’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হলেন ড. বদরুল মুনির সরওয়ার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:১০, ৪ ডিসেম্বর ২০২৪

প্রিয় পে’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হলেন ড. বদরুল মুনির সরওয়ার

ছবি : মেসেঞ্জার

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পে’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন ড. বদরুল মুনির সরওয়ার। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডএআই (CloudAEye)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং প্রযুক্তির অন্যতম পথিকৃৎ হিসেবে এই বাংলাদেশি প্রযুক্তিবিদ বিশ্বব্যাপী সমাদৃত। প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর স্কেলিংয়ে দশকেরও বেশি অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে।

মাইক্রোসফটের জনপ্রিয় পেশাদার নেটওয়ার্ক লিঙ্কডইন এবং ইবে রিসার্চ ল্যাবের শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন কর্মরত থাকা ড. বদরুল মুনির সরওয়ার এআই-ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফিনটেক, এআই এবং মেশিন লার্নিং বিষয়ে তার অপরিসীম দক্ষতা প্রিয় পে’র প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় পে’র ক্রস-বর্ডার লেনদেনের কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে।

প্রিয় সিইও জাকারিয়া স্বপন বলেন, “ড. বদরুল সরওয়ারকে প্রিয় পে’র পরিচালনা পর্ষদে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ফিনটেক ইন্ডাস্ট্রিতে তার অসামান্য সাফল্য এবং বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সম্প্রসারণে অসাধারণ দক্ষতার সমন্বয়ে আমরা খুব দ্রুত প্রিয় পে-কে সামনে এগিয়ে নিতে পারবো। আশা করছি আন্তর্জাতিক পেমেন্ট ইকোসিস্টেমে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

প্রিয় পে’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হওয়ার প্রসঙ্গে ড. বদরুল সারওয়ার বলেন, “প্রিয় পে’র ক্রস-বর্ডার পেমেন্টে নতুন দিগন্ত উন্মোচন করার দারুণ সম্ভাবনা রয়েছে। এমন প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক আর্থিক লেনদেনের ভবিষ্যত গড়ে তোলার কাজে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।”

স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে ড. সরওয়ারের যোগদান প্রিয় পে’র বিশ্বমানের নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ফিনটেক খাতে নিজের শীর্ষস্থানীয় অবস্থান আরও শক্তিশালী করার প্রতিফলন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ড. বদরুল মুনির সরওয়ার ইন্টারনেট-প্রযুক্তি ও কৌশল বিকাশে অবদানের জন্য ২০১৬ সালের সোল টেস্ট অব টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন।

এ ছাড়াও প্রিয় পে’র পরিচালনা পর্ষদে সম্প্রতি যুক্ত হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।

মেসেঞ্জার/তুষার