ছবি : মেসেঞ্জার
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম লিটন, সদস্য-সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু, সদস্য জনাব কামরুন নেহার, জনাব সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার জনাব একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. কামরান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তুষার