ছবি: সংগৃহীত
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার প্রাথমিক অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশের লক্ষ্য দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা, ডিজিটাল নিরাপত্তা বাড়ানো এবং নাগরিকদের অনলাইন হুমকি থেকে রক্ষা করা।
আইনে পরিণত হওয়ার আগে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে। আইন হিসেবে প্রণীত হলে এ অধ্যাদেশটি বাংলাদেশে সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
তারা বলেন, এর ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ডিজিটাল সম্পদের সুরক্ষা আরও নিশ্চিত করা যাবে। বলেন, সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে দেশের অনলাইন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সরকার এ অধ্যাদেশের গুরুত্বের ওপর জোর দিচ্ছে।
মেসেঞ্জার/জেআরটি