ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪১, ১৭ ডিসেম্বর ২০২৪

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, 'ইভিএম অনেক ঝামেলার। আমরা এই ঝামেলার মধ্যে যাব না। নির্বাচন ব্যালটে করারই পরিকল্পনা আমাদের।

এছাড়া প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন পূর্ণ  প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন। প্রস্তুতির অংশ হিসেবে সর্বপ্রথম নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করবেন তারা।

সিইসি বলেন, 'জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথমদিন থেকেই কাজ শুরু করেছি।  জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমরা নিচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব।'

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইন্ডিকেশন দিয়েছেন, সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টেকহোল্ডার রাজনৈতিক দল, তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তাস্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের কোনো চিন্তা আমাদের নেই।'

নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবেন কি না, জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা একটা সময়সীমা তো ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা এগোব। আমরা পাবলিকলি কোনো রোডম্যাপ ঘোষণার চিন্তা করছি না। তবে কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা তো থাকবেই।'

উল্লেখ্য, গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়রেখা তুলে ধরেছেন। তিনি আগামী বছর শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা বলেছেন।

মেসেঞ্জার/জেআরটি