ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ শিক্ষার্থীদের

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৩৬, ২৩ ডিসেম্বর ২০২৪

বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে গত শনিবার (২১ ডিসেম্বর) বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ করে বিক্ষোভ করছে নার্সিং কলেজটির শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে গতকালও মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে গতকাল শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল বলেন, গতকালের মত একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

বেলা ১২ টা নাগাদ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

মেসেঞ্জার/জেআরটি