ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মধ্যরাতে সচিবালয়ে আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:২৩, ২৬ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে সচিবালয়ে আগুন

ছবি : সংগৃহীত

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মেসেঞ্জার/তারেক