ছবি : সৌজন্য
"সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে" বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, "এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে জানাবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "এ ঘটনায় সচিবালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে।"
অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, "এরমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের কাগজপত্রও আছে— এসব নথিপত্র পুনরুদ্ধার করা জটিল। পিরোজপুর জেলার কিছু প্রকল্পের পুরো অর্থ লোপাট করার নথি ও সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের দুর্নীতির নথি পুড়ে গেছে।"
বিগত সরকারের সময়ে দুর্নীতিবাজ আমলা ও মিডিয়াকর্মীদের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন— এমন প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, "অপরাধী কাউকে ছাড় দেয়া হচ্ছে না। তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছে সরকার।"
মেসেঞ্জার/তুষার