ঢাকা,  রোববার
২৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটালের নির্মাণ কাজের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ১২:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৪

পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটালের নির্মাণ কাজের উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

পটিয়া পৌর সদরের ইন্দ্রপোল এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার ঐকান্তিক প্রচেষ্টায় পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রা. লি. নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে দোয়া  ও মোনাজাতের মাধ্যমে ভবনের পাইলিং ও বেইজ ঢালাই কাজ শুরু হয়। 

এ সময় উদ্যোক্তারা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ আবু তাহের, পটিয়া বারের সাবেক সভাপতি এড. একেএম শাহজাহান উদ্দিন, রোটারিয়ান ডা. একেএম নাসির উদ্দিন, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, উদ্যোক্তা প্রকৌশলী মুহাম্মদ শহীদুল আলম, সাইফুল ইসলাম, কাওসার আলম ,এড. তানজিনা, মো. মুসা, জসিম উদ্দিন, মো. হান্নান, মীজা মাহবুব, এড. জসিম উদ্দিন, শহিদুল আলম, উদ্যােক্তা কামরুল হাসান, উদ্যােক্তা জিয়া উদ্দিন নোমান, মো. ফারুক প্রমুখ। 

আধুনিক চিকিৎসা সেবার মান বজায় রাখার মাধ্যমে এ হাসপাতালকে একটি মানবিক সেবার অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যােক্তারা। 

মেসেঞ্জার/রানা/তারেক