ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:১৫, ৭ জানুয়ারি ২০২৫

পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগু নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ল’ চেম্বারে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে সকাল সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি বলেন, প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মেসেঞ্জার/তারেক